হোম > ছাপা সংস্করণ

ঋণের তথ্য গোপন বিষয়ে শুনানি আজ

বরিশাল প্রতিনিধি

আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের জামিনদার হিসেবে ঋণ খেলাপের তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করায় সদস্য প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হবে। আজ রোববার বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে গত ২৯ নভেম্বর বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চরামদ্দির ৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউপি সদস্য প্রার্থী মশিউর রহমান মারুফের মনোনয়ন বৈধ ঘোষণা হয়।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও আপিল কর্তৃপক্ষ বরাবর ২ ডিসেম্বর শেষ দিনে আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা–বাংলা ফাইন্যান্স লিমিটেডের বরিশাল শাখার ম্যানেজার জামিনদার হিসেবে ঋণ খেলাপের বিষয়টি উল্লেখ করে প্রার্থীর মনোনয়নের বৈধতা বাতিলের আবেদন করেন। এ ছাড়া বিষয়টি উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও আপিল কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন।

এর প্রেক্ষিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আজ রোববার বিকেল ৩টায় জামিনদার হিসেবে ঋণ খেলাপি মশিউর রহমান মারুফ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ ও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার আহসান হাবিবকে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়।

নির্বাচন অফিসারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্য গোপনকারী মশিউর রহমান মারুফ ২০১৯ সালের ৭ আগস্ট নগরীর আলোচিত শিরিন খানম ওরফে টিকটক শিরিন হত্যা মামলার ১ নম্বর আসামি। শিরিনের ভাই আনসার সদস্য ইউসুফ মৃধা বাদী হয়ে মশিউর রহমান মারুফকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে বরিশাল সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ