হোম > ছাপা সংস্করণ

সন্দেহভাজন ২ জন বইমেলা থেকে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা, তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বইমেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণের পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা অবস্থান নেন। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলার উদ্বোধন করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ