হোম > ছাপা সংস্করণ

নগরীতে পিকআপ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে পিকআপ ভ্যান চুরির ঘটনায় আসিফ করিম রনি (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। জিজ্ঞাসাবাদে রনি পুলিশকে জানিয়েছেন, জটিল রোগে আক্রান্ত স্ত্রীর অপারেশনের খরচের টাকা জোগাড় করতে তিনি পিকআপটি চুরি করেন।

ওসি সন্তোষ কুমার চাকমা গতকাল শনিবার বলেন, গত ৮ ফেব্রুয়ারি ভোরে নগরীর টাইগারপাসের পিডব্লিউ কলোনি থেকে একটি পিকআপ ভ্যান চুরি যায়। এই ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে থানার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে রনিকে শনাক্ত করা হয়। গত শুক্রবার টাইগারপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি কর্ণফুলী থানাধীন ফকিরনিরহাটের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।

ওসি বলেন, ‘আসামি জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছেন, চুরি করা পিকআপটি বিক্রি করে তিনি স্ত্রীর অপারেশন করাতেন। বাড়তি টাকা দিয়ে তাঁর একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল।’

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রনির নির্ধারিত কোনো পেশা নাই। কখনো ইলেকট্রিশিয়ান, কখনো ড্রাইভার, কখনো মিস্ত্রি হিসেবে কাজ করে সংসার চালিয়ে থাকেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্ত রনিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আসিফ করিম রনির তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে তাঁর স্ত্রী জরায়ুর সিস্টে ভুগছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ