গাজীপুর কালীগঞ্জে উদ্বোধন করা হলো বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈসা খাঁর সমাধি স্তম্ভ। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জের বক্তারপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে এ সমাধি স্তম্ভের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘বারো ভূঁইয়াদের অন্যতম এই মহাবীর ইতিহাস রচনা করে আমাদের কালীগঞ্জে এসে সমাহিত হয়েছেন। তাঁর বৈচিত্র্যময় জীবন সাধারণ মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি ইতিহাস সংরক্ষণে সমাধি স্তম্ভটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সাংসদ চুমকি বলেন, ‘পর্যায়ক্রমে এর আশপাশের কিছু জমি অধিগ্রহণ করে এখানে একটি উন্নত মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। আমি বিশ্বাস করি এই সমাধি স্তম্ভের মাধ্যমে আমাদের কালীগঞ্জকে দেশে এবং বিদেশে পরিচিত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধুরী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক প্রমুখ।