হোম > ছাপা সংস্করণ

জমি নিয়ে প্রতারণা

সম্পাদকীয়

দেশে জমি কেনাবেচা নিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। জমি কিনে প্রতারিত হয়ে কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা সম্ভবত এটাই নতুন। রোববারের আজকের পত্রিকায় এ বিষয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে, তা মর্মান্তিক। মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য একখণ্ড জমি কিনে নিজের একটি বাড়ি বানানো সব মানুষেরই আজীবনের স্বপ্ন। এই জমি কিনতে নিজেদের শেষ সঞ্চয় ব্যয় করতে কিংবা ধারকর্জ করতেও দ্বিধা করে না। কিন্তু কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিনেও যদি প্রতারিত হতে হয়, তাহলে সেই মানুষের আর ভরসার কোনো জায়গা থাকে না।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জমি ও বাড়ি নিয়ে সমস্যার কারণে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন দুই সন্তানসহ এক মা। তাঁরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার জুনায়েদ আহমেদ খানের স্ত্রী শিরিন খান, মেয়ে শারমিন খান ও ছেলে জহির খান।

খবর থেকে জানা যায়, শিরিন খান ২০১৫ সালে হান্নান সাউদ নামের এক ব্যক্তির কাছ থেকে চার কাঠা জমি কিনে একটি দোতলা বাড়ি নির্মাণ করে নিজেরা বসবাস করেন এবং বাকিটা ভাড়া দিয়ে সংসার চালান। আট মাস আগে বেসিক ব্যাংক থেকে তাঁর কাছে নোটিশ আসে, জমিটি ব্যাংকের কাছে মর্টগেজ রেখে টাকা নেওয়া হয়েছে।

এরপর তিনি হান্নান সাউদের সঙ্গে যোগাযোগ করে কোনো সহযোগিতা পাননি। হান্নান সরকারদলীয় নেতা এবং জমির দালালি করেন। জানা যাচ্ছে, জমির আসল মালিক জহিরুল হক। তাঁর কাছ থেকেই হান্নানের মাধ্যমে শিরিন খান জমিটি কিনেছিলেন। জহিরুল হক এই জমিসহ আরও কিছু জমি ব্যাংকে বন্ধক রেখে প্রায় ৪ কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে যান।

জমিসংক্রান্ত বিষয় না জানার কারণে অনেককেই দালালের শরণাপন্ন হতে হয়। এই সুযোগে দালালেরা এমনকি জমির মালিকেরাও নানা ধরনের শঠতার আশ্রয় নিয়ে থাকেন। শিরিন খানও সম্ভবত জমির দালাল এবং মালিকের যোগসাজশে প্রতারিত হয়েছেন। এটা স্পষ্ট যে শিরিন খানের পরিবার নির্দোষ। একজন মা কতটা অসহায় হয়ে পড়লে সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারেন, তা কারও বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। অনেক সময় অসহায়ত্ব মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলে। শিরিন খানেরও তা-ই হয়েছে।

জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বর্তমান সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এর অন্যতম হলো ভূমিব্যবস্থাকে ডিজিটালাইজড করাসহ গোটা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন। ভূমিসংক্রান্ত বিভিন্ন অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে একটি নতুন আইনের খসড়াও তৈরি হয়েছে।

কিন্তু শুধু আইন করলেই যে প্রতারণা বন্ধ হবে না, সেটাও মনে রাখতে হবে। প্রতারণার শিকার এই পরিবারটিকে আইনি সহায়তা দেওয়া এখন রাষ্ট্রের দায়িত্ব। শিরিন খানের পরিবারটি ব্যাংকের মামলায় যাতে আশ্রয়হীন হয়ে না পড়ে, সেটা সরকারকেই নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ