এই নগরের প্রতিটি কোনায় রয়েছে বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। নানা রকম সেই গল্প থেকে তিন জোড়া জীবনের গোপন, গভীর, অদেখা গল্পের সমাহার ‘আন্তঃনগর’। গল্পে দেখা যাবে ভিন্ন ভিন্ন এই জীবনগুলো নগরের নানা মোড় ঘুরতে ঘুরতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। একটি জীবন জড়িয়ে যায় অন্য জীবনের সঙ্গে। এক রাতের ব্যবধানে জটিল ঘূর্ণিপাকে পড়ে যায় প্রতিটি জীবন।
আন্তঃনগর বানিয়েছেন গৌতম কৌরী। এটি নির্মাতার প্রথম ওয়েব সিনেমা। অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদ প্রমুখ।
রুনা খান বলেন, ‘প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাঁদের গল্প বলার চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগর সিনেমার গল্প বলার ধরন ভিন্ন রকম। আমি মনে করি দর্শকেরা এটা দারুণভাবে উপভোগ করবেন।’
শবনম ফারিয়া বলেন, ‘নারীদের জীবনযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে এটি। আমাদের খুব কাছের গল্প। সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প লিখেছেন গৌতম কৌরী। সিনেমার নামকরণ আর বিষয় নিয়ে তিনি বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প। আন্তঃনগর দর্শকদের নতুন কিছুর স্বাদ দেখাবে, এ নিশ্চয়তা দিতে পারি।’