হোম > ছাপা সংস্করণ

বরাদ্দের আগেই প্রতীকসহ পোস্টার

মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকসহ পোস্টার ছেপে প্রচার চালানোর অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। তিনি সিন্দুরখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নোয়েল আহমদ। এ ব্যাপারে গত শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী পিংকু দেব।

সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, আসন্ন ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পাঁচজন সদস্য প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যেকেই যাচাই বাছাই শেষে বৈধ হন। এদের মধ্যে প্রত্যেকেই পৃথক পৃথক মার্কা দাবি করেন। এ সময় নোয়েল আহমদ আপেল মার্কা চান। নির্বাচন অফিসের ঘোষণা ছাড়াই তিনি মার্কা দিয়ে পোস্টার লাগিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটি ২০১৬ সালের পোস্টার। বিগত নির্বাচনে তাঁর এই মার্কা ছিল। ওই সময়ের কিছু পোস্টার রয়ে গিয়েছিল। তাঁর এক কর্মী এ থেকে কয়েকটি পোস্টার লাগিয়েছে। তবে এটা ঠিক হয়নি। প্রতীক বরাদ্দের আগে আর কোথাও পোস্টার না লাগাতে তাঁর কর্মীদের নির্দেশ দিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হবে।’

একই কথা জানান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন। তিনি জানান, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে পড়ে। নির্বাচনী ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে আগামীকাল মঙ্গলবার এর পর এই অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ