হোম > ছাপা সংস্করণ

পরচর্চা করা মন্দ অভ্যাস

ড. মুহাম্মদ ইউছুফ

পরচর্চা করা মানুষের মন্দ অভ্যাস। আরবিতে বলা হয় গিবত। কারও অনুপস্থিতিতে অন্যের কাছে এমন কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায়, সেই কথা সত্য হলে ইসলামের পরিভাষায় গিবত বা পরচর্চা বলে; আর মিথ্যা হলে তুহমত বা অপবাদ বলে। ইসলামের দৃষ্টিতে গিবত করা মারাত্মক গোনাহের কাজ। পরচর্চা করাকে আল্লাহ তায়ালা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। এরশাদ হচ্ছে, ‘আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? মূলত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।’ (সুরা হুজুরাত: ১২)

মহানবী (সা.) গিবত সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। এটিকে ব্যভিচারের চেয়েও কঠিন গোনাহ বলে আখ্যা দিয়েছেন। কারণ গিবত করলে বান্দার সম্মান ও হক নষ্ট হয়; আর বান্দার হক বান্দাই ক্ষমা করতে পারে। মহানবী (সা.) বলেন, ‘গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, গিবত কীভাবে ব্যভিচারের চেয়ে মারাত্মক অপরাধ হয়?’ রাসুল (সা.) বললেন, ‘কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে পরচর্চাকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা ক্ষমা করতে পারেন না, যতক্ষণ না চর্চিত ব্যক্তি তাকে ক্ষমা করবে।’ (বায়হাকি)

গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। আমরা অনেক সময় এমন ব্যক্তির গিবত করে থাকি, যার কাছে পরে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই থাকে না। ফলে এই গিবতের পাপ আল্লাহও ক্ষমা করবেন না। তাই গিবত করা থেকে বেঁচে থাকা আমাদের একান্ত কর্তব্য।

ড. মুহাম্মদ ইউছুফ, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ