লাকী আক্তারের এখন শিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের জীবনকে সাজিয়ে নেওয়ার সময়। কিন্তু দুটি কিডনি বিকল হওয়ায় বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হচ্ছে তাঁকে। উপায়ন্তর না দেখে লাকী এবার প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর বাবুল হাওলাদারের মেয়ে কলেজ ছাত্রী লাকী আক্তার।
২০১৭ সালে আগরপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন লাকী আক্তার। পরীক্ষার কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তার দুটি কিডনির সমস্যা শনাক্ত করেন।
প্রতি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস এবং কিছুদিন পর পর বিভিন্ন টেস্ট করা, ওষুধ সেবন ও রক্তের জোগান দিতে গিয়ে দিনমজুর বাবুল হাওলাদার এখন নিঃস্ব।
সাহায্যের জন্য যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭৪২-০৩৫৫২১।