হোম > ছাপা সংস্করণ

মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল শেখ ক্যাবলাকে (৪৫) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর ডাকবাংলা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পিবিআই’র ওসি মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিহাদ হত্যা মামলার ১৭ জন আসামির মধ্যে ৯ নম্বর আসামি মশিয়ালী গ্রামের মৃত আজিজ শেখের ছেলে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

এ মামলার বাদী নিহত জিহাদের চাচা নুর মোহাম্মাদ বলেন, ২০২০ সালের ১৬ জুলাই এলাকাবাসীর হামলায় আমার ভাইপো জিহাদ শেখ নিহত হয় এবং একই এলাকার আমার অপর ভাইপো মো. জাকারিয়া, মিলটন ও জাফরিন এর বাড়িতে ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের গুলিতে তারা মারা গেছে বলে প্রচার করে এবং আমার পরিবারের ২২ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় আমার ভাইপোসহ কয়েকজন পুলিশের কাছে আটক হয়।

পরবর্তীতে গত বছরের ১২ ডিসেম্বর আমার ভাইপো জেল থেকে জামিনে আসার পর ৯ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করতে গেলে থানা-পুলিশ মামলা কোর্টে করার পরামর্শ দেন। সেই মোতাবেক ১১ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে ১০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মো. জাকারিয়া ১৬ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে ১০ থেকে ১৫ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ