হোম > ছাপা সংস্করণ

তিনিই শিক্ষক, তিনিই দপ্তরি

ঘাটাইল প্রতিনিধি

ঘাটাইল উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত দুলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ১০০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে কর্মরত আছেন মাত্র একজন শিক্ষক। তাঁর নাম মো. আবদুল লতিফ। একাই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কেরানি এমনকি দপ্তরির দায়িত্বও পালন করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দুলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ২০২০ সালের ২৬ নভেম্বর অবসরে যান। তাঁর আগে আরও দুজন সহকারী শিক্ষক অবসরে যান। এরপর থেকেই একা হয়ে পড়েন লতিফ।

সরেজমিনে দেখা গেছে, আবদুল লতিফ তিন শ্রেণিতে একসঙ্গে ক্লাস নিচ্ছেন। এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাচ্ছেন, আবার অন্য ক্লাসে যাচ্ছেন। শিক্ষক যখন যে ক্লাসে আছেন, সেই ক্লাস নীরব থাকলেও অন্য ক্লাসের শিক্ষার্থীরা হইচই করছে।

জানতে চাইলে আবদুল লতিফ বলেন, ‘শুক্রবার ও বন্ধের দিন বাদে প্রতিদিন সকাল ৯টায় বিদ্যালয়ে এসে চারটি কক্ষের তালা খুলে ঝাড়ু দিই। প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে সব ক্লাস নিয়ন্ত্রণ করতে হয়। হাজিরা খাতায় নাম লিখতে হয়। আবার ঘণ্টাও বাজাতে হয়। পরীক্ষাও চালাতে হয়। মাসে চার-পাঁচবার উপজেলা শিক্ষা অফিসে নানা কাজে যেতে হয়। এ ছাড়া উপবৃত্তির তালিকার মতো সময়সাপেক্ষ কাজও করতে হয়। আমি আর পারছি না।’

অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জানান, একজন শিক্ষক দিয়ে কি স্কুল চলে? এই স্কুল থাকা না থাকা সমান কথা। অভিভাবক মোর্শেদ আলী ও শহিদুল ইসলাম বলেন, শিক্ষকের অভাবে ছেলেমেয়েদের কোনো লেখাপড়া হচ্ছে না। শিক্ষার্থী সাজ্জাদ রায়হান ও মায়মুনা বলে, ‘স্যার একবার পড়ান আবার বেল (ঘণ্টা) বাজান।’

ওই স্কুলের প্রাক্তন ছাত্র মো. হাসান আলী জানান, ২০১৫ সালে এই স্কুলের শিক্ষার্থী ছিল তিন শতাধিক। বর্তমানে শিক্ষার্থী আছে মাত্র ৯২ জন। লতিফ স্যার বাদে আর সবাই অবসরে যাওয়ায় পর সরকার নতুন কোনো শিক্ষক নিয়োগ দেয়নি। ফলে ছাত্রসংখ্যা কমছে। তারা আশপাশের মাদ্রাসাগুলোতে চলে গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মাসুদুর রহমান বলেন, বদলি বন্ধ থাকায় বিদ্যালয়টির শিক্ষকসংকট দূর করা যাচ্ছে না। বদলির প্রক্রিয়া শুরু হলে দ্রুত শিক্ষক দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ