কাউখালীতে সাপ্তাহিক বাজারের দিনে রাস্তার ওপরে অবৈধভাবে দোকান সাজিয়ে চলাচলের পথ বন্ধ করা হয়। গত ২১ অক্টোবর আজকের পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জনগণের দুর্ভোগ লাঘবের জন্য কাউখালী থানা–পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ইউএনও খালেদা খাতুন রেখা। অবৈধ দখলদারদের রাস্তা ছেড়ে টোল ঘরে বসার নির্দেশনা দেন তিনি।
ইউএনও খালেদা খাতুন রেখা বলেন, ‘বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’