চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
আটঘরিয়া (পাবনা) : আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. শহিদুল ইসলাম রতন।
অপর দিকে, উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্তরা হলেন দেবোত্তর ইউনিয়নে মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভায় সাইফুল ইসলাম কামাল, একদন্তে মোহসিন আলী মোল্লা, লক্ষ্মীপুরে শেখ আনোয়ার ও মাজপাড়া ইউনিয়নে ইন্তাজ আলী খান।
ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়ার চার ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন দিলপাশার ইউনিয়নে অশোক কুমার ঘোষ প্রণো, অষ্টমনিষায় সুলতানা জাহান বকুল, খানমরিচে নুর-ঊন-নবী মণ্ডল দুলাল মাস্টার ও পার-ভাঙ্গুড়া ইউনিয়নে হেদায়তুল হক।