সামনেই শীতকালীন দলবদলের মৌসুম। গ্রীষ্মের দলবদলে নাটকীয় সব দলবদলের দেখা মিলেছিল। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলই অবশ্য আলোচনার কেন্দ্রে ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তাপ ছড়িয়েছে জ্যাক গ্রিলিশের দলবদল। তেমন কিছু ঘটার সম্ভাবনা কম থাকলেও দলবদলের স্বাভাবিক কিছু নাটকীয়তা তো থাকবেই।
সবচেয়ে বেশি চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পের দলবদলে। বর্তমানে দলবদলে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এই তালিকার সেরা দশে অবশ্য জায়গা হয়নি মেসি, রোনালদো ও নেইমারের। শীর্ষ দশে অভিজ্ঞদের চেয়ে তরুণদের দাপটই বেশি। দলবদলের আনুষ্ঠানিকতা শুরুর আগে দামি খেলোয়াড়ের শীর্ষ দশে কারা আছেন, একনজরে দেখে নেওয়া যাক।