রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ তাঁদের সংবর্ধনা দেয়। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
গত ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি। এ সময় দুই নেতাকে ফুল, ক্রেস্ট ও অন্যান্য উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।