ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী উকিল মৃধা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুরে দামুকদিয়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। নিহত আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম উকিল উপজেলার দামুকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মনোহরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থকসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন। দীর্ঘ লাইন ধরে মানববন্ধনে অংশ নেন শত শত নারীও। তাঁরা খুনিদের গ্রেপ্তার দাবি সংবলিত ব্যানার-প্লাকার্ড হাতে দাঁড়ায়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর তানিয়া খাতুন প্রমুখ।