জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামীকাল। এর এক দিন আগেই বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উদয়পুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিলন হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা আছে, চলমান ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে গত বুধবার তাঁকে উপজেলার উদয়পুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপে আগামীকাল পাঁচ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে পুনট ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস ফকির। এ ছাড়া বাকি চার ইউপিতে মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ইউপিতে মোট ভোটার ১০৩৪৮৬। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৮ আর নারী ৫২ হাজার ৪৭৮ জন।