বরিশাল প্রতিনিধি
পাচারের সময় বরিশালে ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। পরে তা বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকাগামী দুইটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা উদ্ধার করা হয়। অভিযানে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাটকাগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও মৎস্য কর্মকর্তারা বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করেন।