ময়মনসিংহে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগরীর গ্রিন পয়েন্ট মিলনায়তনে সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
ইউএনডিপির সহায়তায় প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। গত ১৫ নভেম্বর থেকে সেলাই প্রশিক্ষণে ৩০ জন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছাতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধীদের উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে।