হোম > ছাপা সংস্করণ

কমিটি থেকে ২৪ জনের পদত্যাগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির ৩১ জন নেতাকর্মির মধ্যে ২৪ জন পদত্যাগ করেছেন। অযোগ্য লোককে অর্থের বিনিময়ে আহ্বায়ক করা ও দলের দুর্দিনের ত্যাগী নেতা-কর্মীরা কমিটিতে ভালো পদ না পাওয়ার অভিযোগ এনে তাঁরা পদত্যাগ করেন।

গত বুধবার রাতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়ার (তানু) কাছে এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল ও দপ্তর সম্পাদক মো. আল আমিন তা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চিতলমারী সবুজ সংঘ ক্লাবে নব গঠিত কমিটির সদস্যসচিব কাশিনাথ বৈরাগী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ নভেম্বর চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যাদের রাখা হয়েছে তাঁদের মধ্যে দু’চারজন ছাড়া বাকি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন সংগঠনের নিবেদিত প্রাণ। সবাই দলের দুর্দিনের ত্যাগী ও সৎ এবং যোগ্য নেতা কর্মী। কিন্তু কমিটিতে সৎ ও যোগ্যদের সঠিক মূল্যায়ন করা হয়নি। মানা হয়নি জ্যেষ্ঠতা।

কাশিনাথ বৈরাগী বলেন, ‘একজন অযোগ্য, অথর্ব লোককে আহ্বায়ক করা হয়ছে। যা আমাদের পক্ষে মোটেই মেনে নেওয়া সম্ভব নয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ