পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দি লেপ্রসি মিশনের সভাকক্ষে এ কর্মশালা হয়।
দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি প্রোগ্রাম এবং কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পঞ্চগড় সদর ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম। উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, টিএলএমআইবির কমিউনিটি প্রোগ্রামের জেলা প্রতিনিধি ওমর ফারুক, জেলা সংস্থার সভাপতি আবুল বাশার, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদর উপজেলা সভাপতি আব্দুল গফুর প্রমুখ।