নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাসুম আহম্মেদ বলেন, ‘জাঙ্গাল এলাকায় প্রচারণা চলাকালে মাইক ও আমার সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছে। একজনের মাথায় সেলাই করা হয়েছে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়েছি হামলাকারীরা কামাল হোসেনের সমর্থক।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত হওয়ার উদ্দেশে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বন্দর কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, ‘নৌকা প্রতীকের প্রচারণা গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’