জর্ডানের পূর্ব মরুভূমিতে নবপ্রস্তরযুগীয় একটি প্রত্যন্ত সাইটে প্রায় ৯ হাজার বছরের পুরোনো একটি মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন জর্ডান এবং ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। ‘ডেজার্ট কাইটস’ নামের জায়গাটি একসময় ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। এখানেই খোঁয়াড় থেকে বিভিন্ন প্রাণী এনে জবাই করা হতো। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এমন ফাঁদে পাওয়া যায় বড় বড় পাথর। এর মধ্যেই পাওয়া গেছে খোদাই করা দুটি পাথর। এগুলো নৃতাত্ত্বিক চিহ্ন বহন করে আছে।
গত বছর প্রথম এ জায়গাটির সন্ধান পাওয়া যায়। জর্ডানের প্রত্নতাত্ত্বিক আবু আজিজা বলেন, সবকিছু প্রায় অক্ষত আছে। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে গবেষকেরা বলেন, প্রত্যন্ত এ সাইট পর্যালোচনা করে নবপ্রস্তরযুগীয় ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে জানা যাবে। ধারণা করা হচ্ছে, এখানকার অধিবাসীরা জীবিকা নির্বাহের জন্য শিকারের ওপর নির্ভর করতেন।