ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সরাইল থানা-পুলিশের উদ্যোগে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘সরাইলকে মাদক ও দাঙ্গামুক্ত করতে চাই। প্রয়োজন আপনাদের সবার সহযোগিতা।’
সভায় আরও বক্তব্য দেন অরুয়াইল ১ নম্বর বিটের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামছুল আলম, মো. জালাল আহমেদ, নব নির্বাচিত ইউপি সদস্য এনামুল করিম, সাবেক ইউপি সদস্য সায়েদ আহমেদ প্রমুখ।