কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বপালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
গত বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে জয়নাল আবেদিন নামের ওই কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর তিঁতুতলা কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক তিনি।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, জয়নাল আবেদিন তার শরীর ভালো না বলে জানান। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বলে তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান।
কুর্শা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।