হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা আগে পাবে এইচএসসি পরীক্ষার্থীরা

যশোর প্রতিনিধি

যশোরে করোনার আরও ২৩ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি সফল করতে এসব টিকা পাঠানো হয়েছে। শুরুতে শুধু এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ সোমবার প্রথম দিন ১২ শ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে যশোরের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ।

তবে এসএসসি পরীক্ষার্থীসহ অন্য শ্রেণির শিক্ষার্থীদের টিকা দিতেও চেষ্টা চলছে। যশোরে এক লাখ পাঁচ হাজার ৬৪৯ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে করোনা টিকার আওতায় আনা হবে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে প্রথম ধাপে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছিল। এ নিয়ে দুই দফায় ৩৯ হাজার ১২০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে জেলাটিতে। সেখান থেকে ১৫ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে নতুন করে ফাইজারের ২৩ হাজার ৪ শ টিকা পাঠানো হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, পিটিআই কেন্দ্রে ছয়টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে লক্ষ্যে ১৩ জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। শিক্ষা বিভাগের পাঠানো তালিকার ভিত্তিতে আপাতত দুটি বুথে টিকাদান কর্মসূচি চলবে।

এ ছাড়া অতিরিক্ত একজন করে মোট পাঁচজন টিকাদানকারী রাখা হবে কেন্দ্রে। পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বুথ সংখ্যা বাড়ানো হবে।

যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম জানিয়েছেন, আপাতত এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে নিবন্ধন কার্ডের দুটি ফটোকপি এবং স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো একটি ফরম পূরণ করলেই টিকা মিলবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম আরও জানান, যারা এ মুহূর্তে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তাঁদের ক্ষেত্রে শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা বিভাগে তালিকা পাঠানো হচ্ছে। পরে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ মোবাইলে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টিকার বিষয়ে পরিপূর্ণ তথ্য জানাবে। ইতিমধ্যে সে কার্যক্রমও শুরু করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম বলেন, ‘মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্ব স্ব বিদ্যাপীঠের প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীই টিকার আওতায় আসবে। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের ফরম পর্যায়ক্রমে সব কলেজ এবং পরে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ