কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির মনোনয়নবঞ্চিতরা।
গতকাল বুধবার রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। এতে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাউনিয়া আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাহফুজার রহমান। এ সময় মনোনয়নবঞ্চিত বাকি দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সঙ্গীতা উপস্থিত ছিলেন।
ডা. মাহফুজার অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী বাবুকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেন। অথচ ইয়াসিনের নামে মাদ্রাসার জমি আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মনোনয়নবঞ্চিতরা এসব কথা বলে বেড়াচ্ছেন। বাস্তবে এ রকম কোনো লেনদেন হয়নি।’