হোম > ছাপা সংস্করণ

২০২২ ভালো যাবে, প্রত্যাশা সাকিব-জামাল-রোমানদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১ সালকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন বছর। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা। আজকের পত্রিকাকে সেই আশা-প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা।

সাকিব আল হাসান, অলরাউন্ডার, বাংলাদেশ
সবকিছু মিলিয়ে ২০২১ সালটা মূল্যায়ন করার মতো তেমন কিছু ছিল না। সবচেয়ে হতাশার ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপটা। যে সুযোগ আমাদের ছিল, সেটি আমরা কাজে লাগাতে পারিনি। বাংলাদেশ যদি কোনো বছর খারাপ করে থাকে, পরের বছরে কীভাবে যেন দলটা ভালোভাবে ঘুরে দাঁড়ায়। ২০১৪ সালটা সম্ভবত বাজে গিয়েছিল। পরের বছর কিন্তু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। আশা করি নতুন বছরেও তেমন কিছু করতে পারব।

মুমিনুল হক, অধিনায়ক, বাংলাদেশ টেস্ট দল
আগের বছরে যা হয়েছে, সেটা নিয়ে না ভেবে নতুন বছরে ভালো শুরু করতে উন্মুখ হয়ে আছি। শুরুটা ভালো হলে পরের চ্যালেঞ্জগুলোও ভালোভাবে নেওয়া যায়। আগামী বছরে বাংলাদেশ দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। গত এক বছরে যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে বের হয়ে কীভাবে ভালো খেলা যায় সেভাবে চিন্তা করছি। খুব বড় কিছু না ভেবে আমরা মূলত ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোতে চাই। 

জামাল ভূঁইয়া, অধিনায়ক, বাংলাদেশ ফুটবল দলজীবন খুবই ছোট এক যাত্রা, তাই আমাদের আরও বড় স্বপ্ন দেখতে হবে। ২০২২ সালকে নিজের করে নিতে সেরাটা দিতে হবে। ফুটবলে আমরা চাই আরও ভালো খেলতে, আরও আরও গোল করতে। নিজেদের সেরাটা দিতে চাই। নতুন বছরে দেশের ফুটবল আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা। শুভ ইংরেজি নববর্ষ। ধন্যবাদ ২০২১ সাল। সবার জীবন সুন্দর হোক।

রোমান সানা, তিরন্দাজ, বাংলাদেশ
সব মিলিয়ে আর্চারিতে আমাদের ২০২১ সালটা দারুণ কেটেছে। নতুন বছরে আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমসকে ঘিরে। ৫ জানুয়ারি থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে। ২০২১ সালে আমরা যে সাফল্য পেয়েছি, ২০২২ সালে আমরা তার চেয়েও বেশি সাফল্য চাই। পুরোনো বছরে যত ভুলত্রুটি ছিল তা শুধরে নতুন বছরে আমরা যেন দেশকে আরও ভালো কিছু দিতে পারি, সেটারই প্রত্যাশা।

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ