বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো শহীদ মিনার। গতকাল বুধবার বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে শহীদ মিনার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই প্রধানমন্ত্রী, তোমরাই ডিসি, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের জানা উচিত বৈষম্যের কারণে স্বাধীনতার পর এ বিজয়।’
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, আমির হোসেন বিশ্বাস, তহিদুর ইসলাম বাদশা, এনামুল হক বাহার প্রমুখ।