হোম > ছাপা সংস্করণ

‘অজানা আতঙ্কে’ যাত্রী নেই

বগুড়া প্রতিনিধি

বিএনপির সমাবেশের আগে রাজশাহীতে পরিবহন ধর্মঘট থাকায় যাত্রীরা পড়েছিলেন দুর্ভোগে। এবার ঢাকায় বিএনপির সমাবেশের আগে যাত্রীসংকটের কারণে বগুড়া থেকে ঢাকাগামী পাঁচ শতাধিক পরিবহনের অর্ধেক বন্ধ রেখেছেন মালিকেরা। প্রতিদিন গড়ে যেখানে দেড় হাজার যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকায় যেত; দুদিন ধরে তার পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে অজানা আতঙ্কে যাত্রীরা ঢাকামুখী হচ্ছেন না।

গতকাল শুক্রবার সরেজমিনে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকার বাস টার্মিনাল ও ঢাকা-রংপুর মহাসড়কের বনানী মোড়ে দেখা যায়, যেসব পরিবহন ঢাকায় যাচ্ছে তার বেশিসংখ্যক আসনই ফাঁকা।

হানিফ পরিবহনের তত্ত্বাবধায়ক আলম হোসেন জানান, গত বুধবার রাত থেকে যাত্রীসংকট দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল টার্মিনালে বা কাউন্টারে তেমন যাত্রীই আসছেন না।

শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক মাসুদুর রহমান জানান, প্রতিদিন সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁদের ১৪টি বাস বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়; কিন্তু গতকাল আড়াইটা পর্যন্ত মাত্র একটি বাস ঢাকার উদ্দেশে বগুড়া ছেড়ে গেছে। তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে ‘অজানা আতঙ্কে’ কদিন হলো বগুড়া থেকে যাত্রীরা একান্ত জরুরি ছাড়া ঢাকায় যাচ্ছেন না।

এসআর পরিবহনের কাউন্টার মাস্টার রায়হান মিয়া জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটি গাড়ি ঢাকায় গেছে অথচ এ সময়ের মধ্যে তাঁদের অন্তত ১৬টি গাড়ি ঢাকায় যাওয়ার কথা। দুপুরের পর কোনো পরিবহনের টিকিটই তাঁরা বিক্রি করতে পারেননি। তিনি বলেন, দুপুর ১২টায় সর্বশেষ একটি গাড়ি ছেড়ে গেছে। এরপর থেকে আড়াইটা পর্যন্ত কাউন্টারে একজন যাত্রীও আসেননি টিকিট কেনার জন্য।

দিনাজপুরের বিরামপুর থেকে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজার আব্দুল মমিন বলেন, ৩৬ আসনের বাসে যাত্রী আছেন মাত্র ১১ জন। এতে মালিকের খরচই উঠবে না।

বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদিন হলো চরম যাত্রীসংকট দেখা দিয়েছে। এতে করে বগুড়া থেকে ঢাকায় চলাচলকারী পাঁচ শতাধিক পরিবহনের অর্ধেক বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা। এ ছাড়া যে সময়ের গাড়ি সেসময় ছাড়া সম্ভব হচ্ছে না, কোনো গাড়িতে দুটি; কোনোটিতে চারটি টিকিট বিক্রি হচ্ছে। সেসব মিলিয়ে হয়তো এক গাড়িতে যাত্রী পাঠানো হচ্ছে, তারপরও অর্ধেক আসন ফাঁকা থাকছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ