পেট্রাপোল বন্দর এলাকায় গতকাল দিবাগত রাতে একটি বেসরকারি পার্কিংয়ে অগ্নিকাণ্ডে পণ্যবাহী ১০টি ট্রাক পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পণ্য রক্ষণাবেক্ষণে এই বন্দরের বাংলাদেশ অংশে কিছু অবকাঠামো থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি ভারতীয় অংশে।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, অগ্নিকাণ্ডে ১০টি ট্রাক পুড়ে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে বাংলাদেশে রপ্তানির জন্য কাঁচা তুলা ছিল।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বন্দরের নিজস্ব পার্কিং থাকলে হয়তো এত বড় ক্ষতি হতো না। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।