হোম > ছাপা সংস্করণ

দুর্বৃত্তের আগুনে পুড়ল জুতাসহ ৩ ভ্যান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের আগুনে ফেরি করে বিক্রির জুতাসহ ব্যাটারিচালিত তিনটি ভ্যান গাড়ি পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হযরতপুর গ্রামের মুনসুর ওস্তাকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মো. হোসেনের দাবি আগুনে তিনটি ভ্যানগাড়ি ও গাড়িতে থাকা মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুন্দরা গ্রামের বাসিন্দা। তিনি হযরতপুর গ্রামের মুনসুরের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে বাড়ির লোকজন বাইরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এ সময় আশপাশের লোক জন ঘটনাস্থল এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাইরে থাকা মালামালসহ তিনটি ভ্যানগাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

মো. হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও মেয়ের জামাই ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে ফেরি করে প্লাস্টিকের জুতা বিক্রি করি। পণ্যসহ ভ্যান বাইরে থাকে। জানামতে আমার কোনো শত্রু নাই। ঋণ করে ব্যবসা করছি, আমরা তো কারও ক্ষতি করি নাই। কে বা কাহারা আগুন দিয়েছে জানি না। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।’

নবাবগঞ্জ থানার এসআই দেব দুলাল দে বলেন, ‘থানায় অভিযোগ করা হয়েছে। তবে আমি অভিযোগের কাগজ বুঝে পাইনি। দায়িত্ব বুঝে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ