তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ এই সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ। এ পর্যন্ত অনেক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ-ফারিণ। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ‘তৃপ্তি তোমার জন্য’।
সাইফুল ইসলাম সজীবের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলমগীর রুমান। নাটকের গল্পে তৌসিফ একদিন চাকরির সাক্ষাৎকার দেওয়ার জন্য বের হন। কিন্তু পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ায় তুমুল বৃষ্টি। ছাতা নিয়ে যাচ্ছিলেন ফারিণ। তাঁর ছাতার নিচে ঢুকে পড়েন তৌসিফ। রাগ করে ফারিণ ছাতা রেখে চলে যান। চাকরিটা হওয়ার পর তৌসিফের বোধ হয়, ছাতাটার কারণেই চাকরি হয়েছে তাঁর। এরপর হন্যে হয়ে ফারিণকে খুঁজতে থাকেন তৌসিফ।