হোম > ছাপা সংস্করণ

ঢালিউডে নির্বাচনী আমেজ

এগিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনী আবহে সেজে উঠছে ঢাকাই ছবির প্রাণকেন্দ্র বিএফডিসি। ২৮ জানুয়ারি হবে ভোটগ্রহণ। তার আগে প্যানেল গোছানোর প্রস্তুতিতে মেতেছেন প্রার্থীরা। কোন শিল্পী কোন প্যানেলে ভিড়বেন—এ নিয়ে বাড়ছে জোর জল্পনা।

২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার খবরে কয়েক মাস ধরেই আলোচনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে আবারও নতুন প্যানেল নিয়ে ফিরছেন কাঞ্চন। তাঁর সঙ্গে জোট বেঁধেছেন চিত্রনায়িকা নিপুণ।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘খবরটি নিশ্চিত। আমি নির্বাচনে অংশ নিচ্ছি। চলচ্চিত্রের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করব।’

এই প্যানেলে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ। এ প্যানেলে ফেরদৌস, রিয়াজ, ইমনও থাকবেন। তবে কে কোন পদে প্রার্থী হবেন—সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো।

অন্যদিকে বিদায়ী কমিটির অনেকেই পুনরায় নির্বাচন করবেন বলে জানা গেছে। বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান লড়বেন একই পদে। তাঁদের প্যানেলে সহসভাপতি পদে লড়বেন অভিনেতা ডিপজল ও রুবেল। প্যানেলের বাকি সদস্যদের তালিকা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জায়েদ খান।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এ ছাড়া দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন থাকবেন আপিল বোর্ডের সদস্য হিসেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ