হোম > ছাপা সংস্করণ

পবিত্র হজ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার পবিত্র হজ। করোনা পরিস্থিতির কারণে দুই বছর সীমিতভাবে হজ পালনের পর এবার বৃহত্তর পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্যমতে, সারা বিশ্বের ১০ লাখ হজ পালনকারী এই মুহূর্তে পবিত্র মক্কায় অবস্থান করছেন। তাঁরা ফজরের পর থেকেই আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করবেন। আরাফাতের এই অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা। আজ সারা দিন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ (হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নেয়ামত তোমারই, সব সাম্রাজ্যও তোমার, তোমার কোনো অংশীদার নেই) ধ্বনিতে মুখর থাকবে আরাফাতের ময়দান।

গতকাল বৃহস্পতিবার জোহরের আগেই হাজিরা মিনায় অবস্থান নিয়েছেন। সেখানে জোহর থেকে আজ ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। মিনায় ফজরের নামাজ শেষে তাঁরা ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’ পড়তে পড়তে ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে চলে যাবেন এবং সূর্যাস্তের আগপর্যন্ত সেখানে অবস্থান করবেন। আরাফাত ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করা হবে এবং বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হবে। আরাফাতের জাবালে রহমতের কাছে দাঁড়িয়েই মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

নামাজ, জিকির, তসবিহ, তাহলিল ও মোনাজাতে কান্নাকাটির মাধ্যমে আজ সূর্যাস্তের আগপর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। এরপর মাগরিবের আগে তাঁরা ৮ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ পড়বেন এবং খোলা আকাশের নিচের রাত যাপন করবেন। সেখানে রাতে বা সকালে শয়তানের ওপর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

কাল শনিবার ফজরের নামাজ আদায় করে আবার মিনায় ফিরবেন এবং জোহরের আগেই বড় শয়তানকে লক্ষ্য করে সাতটি পাথর নিক্ষেপ করবেন। জোহরের পর দমে শোকর বা কোরবানি দিয়ে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে গোসল করবেন। এরপর ইহরাম খুলে স্বাভাবিক পোশাক পরে কাবা শরিফে সাতবার তাওয়াফ করবেন এবং সাফা-মারওয়ায় সাতবার সায়ি করবেন। এরপর তাঁরা আবার মিনায় যাবেন। সেখানে অবস্থানকালে ১১, ১২ বা ১৩ জিলহজ তিন শয়তানকে লক্ষ্য করে ৭টি করে ২১টি পাথর নিক্ষেপ করবেন। এরপর বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে আজ হজের খুতবা দেবেন মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল কারিম আল-ইসা। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হালাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রতিবছরের মতো এবার ৯ জিলহজ পবিত্র কাবাঘরের গিলাফ বা কিসওয়াহ পরিবর্তনের বার্ষিক কর্মসূচি পালিত হবে না। এর পরিবর্তে তা আগামী ১ মহররম ১৪৪৪ হিজরি পালিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ