হোম > ছাপা সংস্করণ

ভারতের সঙ্গে ট্রেন চালুর তারিখ চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা ট্রেন বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস করোনার কারণে ২ বছর ধরে বন্ধ আছে। আন্তর্দেশীয় এসব ট্রেন ২৬ মার্চ থেকে পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছিল। এ নিয়ে গতকাল রোববার আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হলেও কবে থেকে ট্রেন চালু হবে, সে সিদ্ধান্ত হয়নি।

আন্তর্দেশীয় ট্রেন চালুর জন্য বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনার জন্য গতকাল আন্তমন্ত্রণালয় বৈঠক করেছে রেলপথ মন্ত্রণালয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও রেলওয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া রেলওয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বিভিন্ন শাখার সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের জন্য এখনো ভ্রমণ ভিসা চালু করেনি ভারত। ভ্রমণ ভিসা চালুর বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তবে তারা বিমানযাত্রীদের জন্য কিছু ভ্রমণ ভিসা দিচ্ছে। সড়কপথে শুধু মেডিকেল ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা দিচ্ছে ভারত। ট্যুরিস্ট ভিসা চালুর জন্য ভারতকে আরেকটি চিঠি পাঠাবে বাংলাদেশ রেলওয়ে। তারপর ভারত ভিসার বিষয়ে কী উত্তর দেয় দেখে আমরা সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, বাংলাদেশ রেলওয়ে গত ২২ ফেব্রুয়ারি ভারতীয় রেলওয়েকে একটি চিঠি পাঠিয়েছিল। আন্তঃদেশীয় তিনটি ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস পুনরায় চালু করা যায় কিনা সেই বিষয়ে ভারতীয় রেলওয়ের মতামত জানতে চাওয়া হয়েছিল ওই চিঠিতে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ বাংলাদেশ রেলওয়েকে চিঠি পাঠিয়ে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন চালু করার বিষয়ে মতামত চেয়েছে তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ