গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা এলাকায় রেল লাইনের ওপর থেকে খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্টেশন মাস্টার সেলিম আল হারুন রৌহা এলাকায় রেল লাইনের ওপর খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশ আশপাশের মানুষের সঙ্গে কথা বলে মৃতের পরিচয় শনাক্ত করতে পারেনি।
রৌহা এলাকার নেজাম উদ্দিন বলেন, ‘সকালে রেল লাইনের ওপর রক্তাক্ত খণ্ড খণ্ড মৃতদেহ দেখতে এলাকাবাসী ভিড় জমান। তবে মৃত ব্যক্তির বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।’
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে হাত, পা ও মাথাবিহীন লাশটির অন্তত ৪০ টুকরা উদ্ধার করেন। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।’