হোম > ছাপা সংস্করণ

বউ-শাশুড়ি মারকাটারি

স্টার জলসার ধারাবাহিক ‘আয় তবে সহচরী’তে এল নতুন মোড়। এ সিরিয়ালের গল্প অন্যগুলোর তুলনায় অনেকটাই আলাদা। বেশির ভাগ গল্প যেখানে বউ-শাশুড়ির সম্পর্ক তুলে ধরে দ্বন্দ্বের জায়গা থেকে, সেখানে ‘আয় তবে সহচরী’ দেখাচ্ছে বউ-শাশুড়ির এক দারুণ বন্ধুত্বের কাহিনি।

শুরুটা হয়েছিল অসমবয়সী বন্ধুত্ব দিয়ে। মধ্যবয়সী এক নারী, সিরিয়ালে যার নাম সহচরী, তিনি বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার কলেজে ভর্তি হন। বিষয়টি অনেকেই হাসি-ঠাট্টার উপকরণ হিসেবে দেখলেও সহচরীর দিকে বন্ধুত্বের হাত বাড়ায় বরফি।

অসমবয়সী দুই নারী কীভাবে পরস্পরের বন্ধু হয়ে ওঠে, সেটাই দেখাচ্ছে ‘আয় তবে সহচরী’। তবে গল্পটি যতখানি বন্ধুত্বের, তারচেয়ে বেশি এক নারীর স্বপ্নপূরণের।

এ সিরিয়াল দিয়ে কয়েক বছর পর ছোট পর্দায় ফিরেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সহচরী। আর বরফি চরিত্রে অভিনয় করছেন অরুনিমা হালদার। শুরুর দিকে তাঁদের বন্ধুত্ব কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকলেও গল্পের গতি এবার ছুটেছে পারিবারিক পরিমণ্ডলে।

সহচরীর বাড়ির লোকজন যখন জানতে পারে, এই বয়সে সে আবার পড়ালেখা শুরু করেছে, কলেজে যাচ্ছে; মেনে নিতে পারে না। বিভিন্নভাবে অপমান করতে থাকে। সইকে রক্ষা করার জন্য সহচরীর পরিবারে ঢুকে পড়ে বরফি। শুরু হয় নতুন গল্প।

একপর্যায়ে সহচরীর ছেলে টিপুর সঙ্গে বিয়ে হয় বরফির। এখান থেকেই ঘুরে গেছে গল্পের মোড়। সহচরী-বরফি এত দিন ছিল বন্ধু, এবার বউ-শাশুড়ি; কেমন জমবে তাদের রসায়ন? তা দেখার অপেক্ষায় দর্শক।

স্টার জলসা ইতিমধ্যে ‘আয় তবে সহচরী’র নতুন প্রোমো প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে—বউ সেজে সহচরীর বাসায় এসেছে বরফি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। পুলিশ ডাকা হয়েছে বরফিকে গ্রেপ্তারের জন্য। একজন বলছে, ‘ঘাড় ধরে বের করে দিন একে’। কিন্তু রুখে দাঁড়িয়েছে বরফি, ‘কে ঘাড় ধরবে, দেখি কার ঘাড়ে কটা মাথা!’

তখনই এগিয়ে আসে সহচরী। বরফির ঘাড়ে হাত রেখে বলে, ‘ও আমার পুত্রবধূ। যাকে নিয়ে আমি গর্ব করি।’ তখনই শোনা যায়, সিরিয়ালের নতুন ট্যাগলাইন, ‘বউ-শাশুড়ি মারকাটারি’।

‘আয় তবে সহচরী’ প্রচার হচ্ছে স্টার জলসায়, সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ