লা লিগায় এখন প্রতিটি ম্যাচই বার্সেলোনার জন্য মহা গুরুত্বপূর্ণ। পয়েন্ট হারানো মানেই সম্ভাবনা আরেকটু কমে আসা। তেমনই এক লড়াইয়ে শনিবার রাতে বার্সাকে কাঁপিয়ে দিয়েছে এলচে। জমে ওঠা ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে এলচে। তবে শেষ পর্যন্ত অবশ্য ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান পরাশক্তিরা। এ জয়ের পরও টেবিলের ৭ নম্বরে থাকতে হচ্ছে বার্সাকে।
এই ম্যাচের বার্সার হয়ে দারুণ খেলেছেন উদীয়মান তারকা গাভি। একটি গোল করার পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। তাঁকে নিয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘ওর বয়স সবে ১৭। এই বয়সেই গোল ও অ্যাসিস্ট করে ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছে। এটা খুবই চমকপ্রদ। ওকে দলে পেয়ে ভীষণ খুশি। তবে আমি ওকে অন্য কারও সঙ্গে তুলনা করতে চাই না। ওর সমপর্যায়ের আর কেউ নেই।’