হোম > ছাপা সংস্করণ

‘সারা দেশ উন্নয়নে জ্বলজ্বল করছে’

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বলেছেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারা দেশ এখন উন্নয়নে জ্বল জ্বল করছে। বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি এখন উজ্জ্বল। সেই সঙ্গে সরকার সবার জন্য কাজ করে যাচ্ছে।’

গতকাল সোমবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার গত ১০ থেকে ১২ বছরে শিক্ষা, যোগাযোগসহ সর্বত্র উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। তিনি মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, রানীগঞ্জ সেতু বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার। সুনামগঞ্জ থেকে উড়াল দিয়ে ময়মনসিংহ যাব। সুনামগঞ্জে রেল লাইন আসবে।’ তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। পরে উপজেলার ২০ জন রোগীদের মধ্যে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এদিকে, দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেন এ মন্ত্রী। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচির বাস্তবায়নে ৩ লাখ টাকা ব্যয়ে ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ