ধোবাউড়ায় হেলাল উদ্দীন (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নয়নকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে আহতের ভাই সেলিম মিয়া ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় গোস্তাবহুলী বাজার থেকে বাড়ি ফেরার সময় ৩/৪ জন দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হেলালকে জখম করে। তাঁর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত হেলাল উদ্দীনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পাঁচজনের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হবে এবং দ্রুত আসামিদের আটক করা হবে।