জামালপুরের মেলান্দহ উপজেলায় করোনাভাইরাসে সংক্রমণের হার শূন্যে নেমেছ। গত দুই মাসে মেলান্দহ উপজেলায় করোনা ভাইরাসে কেউ শনাক্ত হয়নি।
গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি।
উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩৪৫ জন। সুস্থ হয়েছেন ৩৩২ জন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফজলুল হক বলেন, বর্তমানে উপজেলায় করোনা রোগীর নেই। গত ৮ অক্টোবর উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছিল। এর পরে এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি। স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা প্রায় দেড় লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেশে ওমিক্রন চলে এসেছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।