পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাহেব আলী মাতব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ২টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সাহেব আলীর গলায় গুরুতর জখম হয়। তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সাহেব আলীর স্বজনেরা জানান, রাতে বাড়ির সামনে নেতা-কর্মীদের নিয়ে কথা বলছিলেন তিনি। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে একটু দূরে গেলে হঠাৎ করেই কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাহেব আলীর গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা দিয়ে তাঁকে ভর্তি রাখা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শওকত আনোয়ার বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।’