পটুয়াখালীর কলাপাড়ায় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পায়রা বন্দরসংলগ্ন সিক্স লেন সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাসেল ওরফে সল্টু রাসেল ও আরিফ মোল্লা।
পুলিশ জানায়, অভিযানের সময় সল্টু রাসেলের কাছ থেকে এক দশমিক ছয় গ্রাম হেরোইন ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময় রাসেলের সহযোগী ধানখালী ইউপির লোন্দা এলাকার আরিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।