দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে গাঁজাসহ মো. শিমুল তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত মো. শিমুল তালুকদার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. বারেক তালুকদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলার উপপরিদর্শক মো. শফিকুর রহমান মিয়া।
জানা গেছে, গত রোববার বেলা ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট মাছঘাট থেকে গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মো. শফিকুর রহমান মিয়া জানান, শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে।