আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান মেয়র তাজিমুল ইসলাম শামীম। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
তাজিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাশুরের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মেয়র পদের জন্য আরও মনোনয়নপত্র নিয়েছেন পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়দুর রহমান (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান মিয়া।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, এখন পর্যন্ত মেয়র পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। ওই দিনই মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর পীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।