নগরীর কোতোয়ালিতে ১৫ দিন আগে চুরি যাওয়া মোটরসাইকেল মহেশখালী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার কোতোয়ালি থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানান। গ্রেপ্তার ব্যক্তিরা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গত ৪ ডিসেম্বর পাথরঘাটা মুন্সেফ লেইনের বাসা থেকে মসিউর রহমান নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়। ওই ঘটনায় রোববার রাতে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।