হোম > ছাপা সংস্করণ

তিন চালককে কারাদণ্ড ৫ গাড়ি জব্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে লাইসেন্সসহ গাড়ির হালনাগাদ কাগজপত্র না থাকায় দুই চালকের ৪০ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫টি গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে কুমিল্লা-ফেনী মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

তিনি জানান, নির্ধারিত স্থানে পার্কিং না করে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর দায়ে যাত্রীবাহী মদিনা ও যমুনা পরিবহনের দুটি গাড়ির চালককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালক মো. আনোয়ার হোসেনকে ৩ মাস, জাকির হোসেন ও হানিফকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং হালনাগাদ কাগজপত্র না থাকার কারণে ০৫টি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো মিয়াবাজার হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এস এম মনজুরুল হক বলেন, এ অভিযানের মাধ্যমে গাড়িগুলোকে একটি বার্তা দিতে চাই যে, ভবিষ্যতে কাগজপত্রসংক্রান্ত জটিলতা নিরসন করা না হলে সড়ক আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ