হোম > ছাপা সংস্করণ

৫০০ টাকা নিয়ে ঝগড়া হাঁসুয়ার কোপে বন্ধু খুন

নাটোর প্রতিনিধি

নাটোরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হাঁসুয়ার কোপে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মল্লিকহাটি ঈদগাহ মাঠ মোড়ে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাওন মণ্ডল (২৬)। তিনি ওই এলাকার বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত যুবকের নাম আলিফ হোসেন। তাঁরা সম্পর্কে বন্ধু হন।

প্রত্যক্ষদর্শী ও খাবার হোটেল মালিক হাসিনা বেগম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আলিফ ও পরে শাওন তাঁর হোটেলে নাশতা খেতে আসেন। তাঁরা মুখোমুখি একই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং টুকটাক কথাবার্তাও বলছিলেন। হঠাৎ করেই তাঁরা দুজন ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। এর একপর্যায়ে তাঁরা হোটেল থেকে উঠে যাওয়ার সময় আলিফকে চোর সম্বোধন করেন শাওন। এ সময় আলিফ ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে থাকা হাঁসুয়া দিয়ে শাওনের ঊরুতে কোপ দেন। মুহূর্তের মধ্যে রক্তক্ষরণ শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে আলিফ আত্মগোপনে রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো শাওনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ