নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করছে। অথচ বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে দিনরাত বিষোদ্গার করে যাচ্ছেন।’
গতকাল শনিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন কাগজে, সংবাদে, টক শোতে সরকারের সমালোচনা হচ্ছে। এ জন্য তো কোনো গণমাধ্যম কিংবা বিএনপির নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনার সরকার বিচার বিভাগের ওপরও ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না।’